ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদক পাচ্ছেন ১৩২ পুলিশ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
পদক পাচ্ছেন ১৩২ পুলিশ সদস্য

ঢাকা: বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পাচ্ছেন পুলিশের ১৩২ জন সদস্য । সাহসিকতা, সেবা ও বীরত্বপূর্ণ কাজের জন্য তাদের এই পদক দেওয়া হবে।

আগামী ২৩ জানুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেবেন। ২৩ জানুয়ারি শুরু হয়ে পুলিশ সপ্তাহ শেষ হবে ২৭ জানুয়ারি।

 
 
পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিপিএম সাহসিকতা, বিপিএম সেবা, পিপিএম সাহসিকতা ও পিপিএম সেবা এই চারটি ক্যাটাগরিতে পদক দেওয়া হবে। এবার বিপিএম সাহসিকতার জন্য পুরস্কার পাচ্ছেন ২৬ জন, আর বিপিএম সেবার জন্য ২৪ জন। অন্যদিকে পিপিএম সাহসিকতার জন্য ৪১ ও পিপিএম সেবার জন্য ৪১ জন পুরস্কার পাচ্ছেন। পদক প্রাপ্তদের মধ্যে ৪৬ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ও ১৮ জন ৠাব সদস্য রয়েছেন।

টার্গেট কিলিং ও জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনার কারণে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ২১ জন পুরস্কৃত হতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরএটি/আরআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।