ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করটিয়া কাপড়ের হাটের ২০০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
করটিয়া কাপড়ের হাটের ২০০ দোকান পুড়ে ছাই পুড়ে যাওয়া করটিয়া কাপড়ের হাট

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী করটিয়া কাপড়ের হাটে আগুন লেগে দুই শতাধিক কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় লাগা এ আগুনে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

করটিয়া হাট কমিটির সাধারণ সম্পাদক শাজাহান আনসারি বাংলানিউজকে জানান, সকালে হঠাৎ করেই একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কাপড়ের হাটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মালপত্রসহ দুই শতাধিক দোকার পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।  

তিনি আরো জানান, তবে বৈদ্যুতিক শর্টসার্কিট বা জ্বলন্ত কয়েল থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।