ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাণিজ্যমেলায় কার্টুন পণ্যে মুগ্ধ শিশুরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বাণিজ্যমেলায় কার্টুন পণ্যে মুগ্ধ শিশুরা বাণিজ্যমেলায় কার্টুন পণ্যে মুগ্ধ শিশুরা। ছবি: কাশেম হারুন

আগারগাঁও বাণিজ্যমেলা থেকে:  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মিকি মাউস, টেরিবিয়ার ডোরিমনে মুগ্ধ হচ্ছে শিশুরা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় শিশুদের আগ্রহ দেখা গেছে।

শতাধিক কার্টুন আইটেম নিয়ে এসেছে এম আর টি হোম টেক্সটাইল।  

বাণিজ্যমেলায় কার্টুন পণ্যে মুগ্ধ শিশুরাবিক্রেতা দেলোয়ার বাংলানিউজকে জানান, তাদের স্টলে সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫৮৫০ টাকার মধ্যে কেনা যাবে হরেক রকমের কার্টুন পণ্য।

মেলার শুরু থেকে কার্টুন বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

আরও রয়েছে কাটার কিলার, মিকি মিনি, পো, রাভিড, বাঘ, মানকি, টম জেরি সহ এক বিশাল সরবরাহ।

বাণিজ্যমেলায় কার্টুন পণ্যে মুগ্ধ শিশুরাস্কুল শেষে চার পাঁচজন বান্ধবী মিলে বাণিজ্যমেলায় এসেছে সোহানা ইসলাম। মেলায় এসে অনেক ভালো লাগছে। তাছাড়া কার্টুনগুলো দেখতে সুন্দর লাগছে। স্কুল থেকে এসেছি তাই শুধু দেখে যাচ্ছি। আব্বু আম্মুর সঙ্গে এসে পছন্দের কার্টুন কিনবো।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এএম/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।