মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরের পাবলিক লাইব্রেরি ও ক্লাব চত্ত্বরে সর্বদলীয় ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, নিখোঁজদের স্বজনসহ হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাদুল্যাপুর থানার সামনের পাকা সড়কে অবস্থান নেয়। এতে সড়কের দুই ধারে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ যায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বোরহান উদ্দিনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামছুজ্জোহা প্রামাণিক রাঙ্গা, সাধারণ সম্পাদক শাহারিয়ার খাঁন বিপ্লব, সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ মো. ফজলুল হক রানা, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করীম প্রামাণিক রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হানুল হক রবাট, দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছামছুল আলম ডাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, সাদুল্যাপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি আসম সাজ্জাদ হোসেন পল্টন, নিখোঁজ জিমের বাবা গোলাম মোস্তাফ ডিপটি মণ্ডল, ভাই মামুন মণ্ডল, স্ত্রী লাভলী বেগম, সাদেকের মা সাইদা বেগম, সাদুল্যাপুর নাগরিক কমিটির সভাপতি আবুল বাশার মো. হান্নান পিন্টু প্রমুখ।
এদিকে, চার নেতার সন্ধান ও তাদের মুক্তির দাবিতে প্রিন্স মুক্তি পরিষদের ডাকে উপজেলার নলডাঙ্গায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে বিক্ষোভকারীরা লালমনিহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস প্রায় ৪৫ মিনিট আটকে রাখে। হরতাল চলাকালে নলডাঙ্গায় সকল প্রকার দোকানপাট ও সড়কে যানচলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এনটি