মঙ্গলবার (১৭ জানুয়ারি) উপজেলার তুরকুনী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন তুরকুনী এলাকায় আক্তার হোসেনের পাওয়ারলুম কারখানার এক নারী শ্রমিকের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির মহিজদ্দিনের ছেলে কবির হোসেনের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে এলাকায় প্রচারণা চলে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি চলে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মিনারা (৪০), ইস্রাফিল (১৮), ইউসুফ (৪০), জাকির (২২), ফতেনূর (৩২), শরীফ (৪০), চেহারুন (৫৫), নাসির (১৬), কাউসার (২২), আনোয়ার (৩০) ও মাসুদকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের সময় আক্তার হোসেনের পাওয়ারলুম কারখানা ও একটি বসত ঘরে ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
কবির হোসেন বলেন, আক্তার ও তার লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সম্মান ক্ষুণ্ন করেছে।
অন্যদিকে আক্তার হোসেন বলেন, কবির হোসেন, তার ভাই মোমেন, এরশাদসহ ২৫/৩০ জন মিলে দেশীয় ধারালো অস্ত্র, টেঁটা, বল্লম নিয়ে তাদের বাড়িঘর ও পাওয়ারলুম কারখানায় হামলা চালায়।
এ ঘটনায় উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে বলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
জেডএস