ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ট্রাকভর্তি সরকারি বই জব্দ, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বরগুনায় ট্রাকভর্তি সরকারি বই জব্দ, আটক ২ বরগুনায় ট্রাকভর্তি সরকারি বই জব্দ-ছবি:বাংলানিউজ

বরগুনা: পাচারের সময় বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি এক ট্রাক বই জব্দ করেছে বরগুনা থানা পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর রাত তিনটার দিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সোনার বাংলা নামক স্থান থেকে ঢাকা মেট্রো-ড ১২-০২৩৮ ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাকের চালক মো. সাইদুল ও চালকের সহকারী মো. বেলালকে আটক করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, বই জব্দের ঘটনায় আটক দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। এ বই কোথা থেকে আনা হয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।