ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য মিজানের বিরুদ্ধে চার্জ গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য মিজানের বিরুদ্ধে চার্জ গঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য মিজানের বিরুদ্ধে চার্জ গঠন

নাটোর: নাটোরের সিংড়া থেকে আটক আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য মিজানুর রহমানের (৩৩) বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কড়া পুলিশি পাহারায় মিজানকে জেলা কারাগার থেকে জেলা জজ আদালতে হাজির করা হয়।

এসময় মিজানকে তার অপরাধ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম। অভিযোগ শুনে মিজান নিজেকে নিদোর্ষ দাবি করেন।

পরে জজ আদালতের বিচারক রেজাউল করিম মামলার বিচার কাজ শুরু করে ১৪ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, গেল বছরের ১৭ জুলাই ভোরে সিংড়া উপজেলার বড় বাড়ইহাটি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে মিজানকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও কিছু সাংগঠনিক বই উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর আড়াইটায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান করা হয়। মিজানুর রহমান ওই গ্রামের মেহের আলী ছেলে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।