ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে তথ্য অফিসের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
রাঙামাটিতে তথ্য অফিসের সংবাদ সম্মেলন রাঙামাটিতে তথ্য অফিসের সংবাদ সম্মেলন

রাঙামাটি: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে জেলা তথ্য অফিস।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জেলা তথ্য অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসে সদ্য যোগ দেওয়া জেলা তথ্য কর্মকর্তা উষাময় চৌধুরী।

উষাময় চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যদি গণমাধ্যমে প্রকাশ না পায় তাহলে সাধারণ জনগণ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্ছিত হবে। সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা জনগণের দৌড়গড়ায় পৌঁছে দিতে সরকারের পাশাপাশি গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।