ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে ফেনীতে নবান্ন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
নানা আয়োজনে ফেনীতে নবান্ন উৎসব নানা আয়োজনে ফেনীতে নবান্ন উৎসব/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ধান কাটার মধ্য দিয়ে ফেনীতে ১৯তম জাতীয় নবান্ন উৎসব ১৪২৪ উদ্‌যাপিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে  আলোচনায় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. খালেদ কামাল।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাফিউল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভূঁঞা।

এসময় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতারা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সদর উপজেলার কাজিরবাগ গ্রামে কৃষক যদু লাল বণিকের কৃষি জমির আমন ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসবের শুভসূচনা করেন অতিথিরা।

সভায় বক্তারা বলেন, নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। প্রাচীনকাল থেকেই বাঙালিয়ানার পরিচয় পাওয়া যায় এ উৎসবকে ঘিরে। কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নবান্ন উৎসব বিলুপ্ত প্রায়। এখনকার শিশুরা বাঙালি ঐতিহ্য নয় পাশ্চাত্য ভাবধারার অনুকরণ করছে। নিজের সংস্কৃতিকে ধারণ করে মাটির কাছাকাছি থেকে মেধা মননে এগিয়ে যেতে হবে প্রজন্মকে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।