ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ১০০ টন ত্রাণ দেবেন শ্রমিকরা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
রোহিঙ্গাদের ১০০ টন ত্রাণ দেবেন শ্রমিকরা 

ঢাকা: শ্রমিক ইউনিয়নগুলোর পক্ষ থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ১০০ ট্রাক ত্রাণ সামগ্রী পাঠানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।  

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সিবিএ কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে।

তাদের জন্য বিভিন্ন শ্রমিক ইউনিয়নগুলোর পক্ষ থেকে ১০০ ট্রাক ত্রাণ সামগ্রী পাঠানো হবে।  

এছাড়া ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও আন্দোলনে নিহত শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিগগির সমাবেশ ডাকা হবে বলেও জানান তিনি।  

মন্ত্রী বলেন, সিবিএ অ্যাসোসিয়েশনগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।  

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে বলা হয়, ১৫ ও ১৬ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য সিবিএ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের আসা-যাওয়াসহ ১৪-১৭ নভেম্বর অফিসের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় তাদের কর্তব্যকাল হিসেবে গণ্য হবে এবং বিধিমোতাবেক তারা যাতায়াত ও দৈনিক ভাতা পাবেন।  

তবে গত সোমবার (১৩ নভেম্বর) জারি করা কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত অভ্যন্তরীণ আদেশ জারি করাকে অভিনব হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।  

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘শ্রমিক সংগঠনগুলো নিজেদের মতো কার্যক্রম চালাবে। এ জন্য আলাদা করে ভাতা দেওয়া, সভার সময়কে অফিস সময় হিসেবে গণনা করা—এটা কীভাবে সম্ভব! রীতিমতো অভিনব ঘটনাটি। ’ 

এর প্রত্যুত্তরে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ইব্রাহিম খালেদ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।