ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জগন্নাথপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
জগন্নাথপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও তৈরীর দায়ে জগন্নাথপুর উপজেলার তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট, মিষ্টির দোকান ও বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক (অ.দা) মো. জাহাঙ্গীর আলম।

এ সময় পোড়া তেলের ব্যবহার ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য প্রস্তুত করায় জগন্নাথপুর শহরের রিচমুন মিস্টান্ন ভাণ্ডার ও বেকারিকে ২৫ হাজার টাকা, ঢাকা বেকারিকে ১০ হাজার টাকা, আল্লাহর দান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন- জগন্নাথপুর থানা পুলিশের একটি দল।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১৫,  ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।