ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গণপ্রকৌশল দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
গণপ্রকৌশল দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি গণপ্রকৌশল দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশের (আইডিইবি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আইডিইবি'র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সকালে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালিটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান।

উপস্থিত ছিলেন- সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মীর মো. জুবায়ের হাসান, সাধারণ সম্পাদক মীর কায়সার রিজভী, সহ সভাপতি ফজলে রাব্বি প্রমুখ।

বৃষ্টি উপেক্ষা করেই র‌্যালিতে অংশ নেন এলজিইডি, গণপূর্ত, শিক্ষা প্রকৌশল, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, পল্লিবিদ্যুৎ, নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সংগঠনটির কয়েক শতাধিক সদস্য।

এছাড়াও র‌্যালিতে অংশ নেয় নারায়ণগঞ্জ পলিটেকনিক, নারায়ণগঞ্জ মেরিন টেকনোলজি, কারিগরি ছাত্র পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।