বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারানপুর গ্রামের বিপ্লব হোসেন (২৮) ও হাতেম আলীর (৪৪)।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, নারানপুর গ্রামের সাধারণ মানুষকে ঋণ দেওয়ার নামে তাদের কাছ থেকে সাদা স্ট্যাম্প ও ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর নিয়ে প্রতারণা করে আসছিলেন সুদ ব্যবসায়ী বিপ্লব ও হাতেম। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আরবি/