ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে প্রতারণার দায়ে ২ ব্যবসায়ীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
দৌলতপুরে প্রতারণার দায়ে ২ ব্যবসায়ীর জরিমানা ২ ব্যবসায়ীর জরিমানা। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: সাদা স্ট্যাম্প ও ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর নিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা করার দায়ে কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারানপুর গ্রামের বিপ্লব হোসেন (২৮) ও হাতেম আলীর (৪৪)।

সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, নারানপুর গ্রামের সাধারণ মানুষকে ঋণ দেওয়ার নামে তাদের কাছ থেকে সাদা স্ট্যাম্প ও ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর নিয়ে প্রতারণা করে আসছিলেন সুদ ব্যবসায়ী বিপ্লব ও হাতেম। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।