ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় আসামি ধরতে গিয়ে ৬ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
হাতিয়ায় আসামি ধরতে গিয়ে ৬ পুলিশ আহত

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একাধিক মামলার পলাতক আসামি রাকিব উদ্দিনকে (৩০) গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা। এতে ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদর ওছখালীর তালুক সুপার মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক, এসআই নুরুজ্জামান, এসআই নিজাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল, এএসআই পাপেল বড়ুয়া, এএসআই আশিক।

পুলিশ জানায়, বিকেল ৩টায় আসামি রাকিবসহ ৮-১০ জন সন্ত্রাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আওয়ামী লীগ কর্মী আশ্রাফ উদ্দিনের ওপর হামলা চালায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অবগত করে। পরে পুলিশ রাকিবকে ধারার জন্য স্থানীয় তালুক সুপার মার্কেট এলাকায় অভিযান চালায়। এসময় আওয়ামী লীগ একাংশের নেতা অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহাম্মেদের উপস্থিতিতে রাকিব ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ছয় পুলিশের সদস্য আহত হন। এছাড়া সন্ত্রাসীরা দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহাম্মেদ বাংলানিউজকে জানান, তাদের মালিকানাধীন তালুক সুপার মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে। এতে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বাংলানিউজকে জানান, বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পালিয়ে যাওয়া আসামি রাকিবকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

এ ঘটনায় আরো একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।