ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ী‌তে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ফুলবাড়ী‌তে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই বসতঘর আগুনে পুড়ে ছাই, ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলায় অগ্নিকাণ্ডে চারটি ঘর, গরু, হাঁস-মুরগি, ধানচাল নগদ টাকা এবং আসবাবপত্রসহ সব বিভিন্ন পণ্য ভস্মীভূত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১৬ ন‌ভেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে এই অগিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে‌ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নাওডাঙ্গা গ্রামের মজিবর রহমানের গোয়াল ঘরের বৈদ্যুতিক লাইনের শর্টসার্কিট থে‌কে আগুনের সূত্রপাত হ‌য়ে তা দ্রুতই পু‌রো বাড়িতে ছড়িয়ে পড়ে।

এ‌তে চো‌খের পল‌কে প‌রিবার‌টির চারটি টিনের ঘর, দুইটি গরু, ১৫টি হাঁস-মুরগি, আসবাবপত্র, কাপড়-‌চোপড়, ১০ মণ ধান ও ঘ‌রে রাখা নগদ বায়ান্ন হাজার টাকা পুড়ে যায়।

স্থানীয়রা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভাতে ব্যর্থ হলে রাত ১টার দি‌কে নাগেশ্বরী ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্র‌ণে আনে।

ফুলবাড়ী উপ‌জেলার নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা‌নিউজ‌কে জানান, আগুন নিয়ন্ত্র‌নে আনার আগেই প‌রিবার‌টির সবকিছু পু‌ড়ে ছাই হ‌য়ে যায়।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ন‌ভেম্বর ১৭, ২০১৭
এফইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।