ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সাড়ে ১২ কেজি রূপা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
সাতক্ষীরায় সাড়ে ১২ কেজি রূপা জব্দ

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১২ কেজি রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে রূপাগুলো জব্দ করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

কুশখালি বিজিবি ক্যাম্পের হাবিলদার আসলাম হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় চটের ব্যাগে মোড়ানো সাড়ে ১২ কেজি রূপা জব্দ করা হয়। রূপাগুলো চোরাকারবারীরা ভারত থেকে পাচার করে নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।