ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আটক দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আটক দুই আটক নার্স মো. আরিফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে মো. আরিফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই সিনিয়র স্টাফ (ব্রাদার) আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের পাশের রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি উত্তর বিভাগের একটি দল।

ডিবি উত্তরের অতিরিক্ত ডিআইজি শেখ নাজমুল আলম বাংলানিউজকে জানান, আটকদের কাছ থেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিতব্য নার্স নিয়োগ পরীক্ষার ফাঁসকৃত এগার সেট প্রশ্নপত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান শেখ নাজমুল আলম।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।