ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘কেরানীগঞ্জের সব খাল উদ্ধারে পরিকল্পনা নিয়েছি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
‘কেরানীগঞ্জের সব খাল উদ্ধারে পরিকল্পনা নিয়েছি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘আমি কেরানীগঞ্জের সব খাল উদ্ধারের পরিকল্পনা হাতে নিয়েছি। রাঘব বোয়ালরা চুনকুটিয়া খাল দখল করেছেন। এছাড়া গোলাম বাজার খালের ওপর স্থাপনা নির্মাণ করেছেন। আমি নিজে দাঁড়িয়ে থেকে এসব স্থাপনা ভেঙে দেবো। আমার কাছে কেউ রাঘব বোয়াল নয়, সবাই পুটি মাছ’।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শুভাঢ্যা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কালিগঞ্জের সকল ডাইং কারখানা বিসিক শিল্প নগরীতে স্থানান্তর করা হয়েছে।

এজন্য ১৮ কোটি টাকা ব্যয়ে বিসিকে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ১৫০০ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জের সকল বিদ্যুৎ লাইন আন্ডার গ্রাউন্ড করা হবে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ান কনসালটেন্টরা নকশার কাজ শুরু করেছেন।

শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এছাড়া তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক হাবিবুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন ও শুভাঢ্যা ইউপি সদস্য সাথী আলী প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।