ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে সাউথ এশিয়া প্রজেক্টের সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ফেনীতে সাউথ এশিয়া প্রজেক্টের সেমিনার এশিয়া প্রজেক্টের সেমিনার

ফেনী: ফেনীতে টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনে সেমিনার আয়োজন করেছে ভিশন-২০২০ সাউথ এশিয়া প্রজেক্ট। শুক্রবার (১৭ নভেন্বর) বিকেলে শহরের ড. সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিশন-২০২০ সাউথ এশিয়া প্রজেক্ট বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর জিমি মজুমদার।

প্রকল্পের ফেনী ডিস্ট্রিক্ট লিডার ফোরকান হোসাইন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভি উপস্থাপক ও আলাদিন ডটকমের ম্যানেজিং ডিরেক্টর ইকবাল বাহার, চ্যানেল টুয়েন্টিফোর’র সিনিয়র প্রেজেন্টার ফারাবি হাফিজ, দেশটিভি প্রেজেন্টার জাবেদ কারদার, এশিয়া টিভি’র চিফ প্রেজেন্টার চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি, শান্ত ভূঞা, খুরশিদ আলম ও প্রজেক্ট ম্যানেজার মো. শাহিন মিয়া।  

রহমত উল্যাহ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজেক্টর সদস্যসহ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইউএসআইডি ও এসআর এশিয়া’র সার্বিক সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি জিমি মজুমদার বলেন, ২০২০ সালে মধ্যে দেশের ৫ হাজার তরুণকে নেতা হিসেবে গড়ে তুলবো। যারা জাতিসংঘে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।