ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও সদর হাসপাতালে উন্নয়ন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ঠাকুরগাঁও সদর হাসপাতালে উন্নয়ন কাজের উদ্বোধন ঠাকুরগাঁও সদর হাসপাতালে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন

ঠাকুরগাঁও: স্থানীয় ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সার্বিক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের সভাকক্ষে বায়োকেমিস্টি এনালাইজার মেশিনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। উদ্বোধন শেষে এক অলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, এসপি সার্কেল হাসিবুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, শিশু বিশেষজ্ঞ  ড. শাহজাহান নেওয়াজ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।

স্থানীয় জনগণের কাছ থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের উন্নয়নের জন্য হাসপাতালের উন্নয়ন ফান্ডে পাঁচ লাখ ৯১ হাজার টাকা জমা পড়ে। ওই অনুদানের টাকা থেকে তিন লাখ ৬০ হাজার টাকা দিয়ে একটি বায়োকেমিস্টি এনালাইজার মেশিন ক্রয় করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।