ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ভাষণ ভেতর থেকে অনুভব করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
বঙ্গবন্ধুর ভাষণ ভেতর থেকে অনুভব করতে হবে

ঢাকা: তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুধু শুনলে হবে না, অনুভব করতে হবে। তা না হলে কেউ দেশের প্রকৃত নাগরিক হতে পারবে না। 

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটি আয়োজিত নাগরিক সমাবেশে লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল এ কথা বলেন।  

একাত্তরের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে ইউনেস্কো কতৃক স্বীকৃতি দেওয়ায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

 

ড. জাফর ইকবাল বলেন, আমরা সৌভাগ্যবান যে বঙ্গবন্ধু এ দেশে জন্মগ্রহণ করেছিলেন। তার দেশের মানুষ আমরা। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর ভাষণ নিজের কানে শুনতে হবে। এ ভাষণ যারা অনুভব করেনি তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না।  

‘পৃথিবীর ইতিহাসে এমন ভাষণ আর একটিও নেই। অনেক বড় বড় ভাষণ শুনেছি, বক্তাদের সামনে লিখিত কাগজ থাকত। কিন্তু বঙ্গবন্ধু আবেগ, ভালোবাসা দিয়ে এ ভাষণ দিয়েছেন। এ ভাষণ একটি কাব্য, ইতিহাসেরর দলিল। ’ 

‘৭ই মার্চের ভাষণকে সম্মানিত করে ইউনেস্কো সম্মানিত হয়েছে’ মন্তব্য করে ড. জাফর ইকবাল বলেন, বঙ্গবন্ধুর ভাষণকে সম্মানিত করে ইউনেস্কো বঙ্গবন্ধু ও বাংলাদেশকে সম্মানিত করেছে। সেই সঙ্গে ইউনেস্কো নিজেও সম্মানিত হয়েছে। তারা গর্বের সঙ্গে দাবি করতে পারবে, তাদের ভাণ্ডারেও বিশ্বের সেরা ভাষণ রয়েছে।  

তিনি বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হত না। তিনি (বঙ্গবন্ধু) স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, সকল বাঙালিকে একত্রিত করেছিলেন। তাই আমরা স্বাধীনতা পেয়েছি।  

‘ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুকে দেখে বলেছিলেন- আমি হিমালয় দেখেনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। এই নেতাকে বহুবার মারার চেষ্টা করেও শত্রুরা মারতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধুকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। এ দুঃখ আমরা কোথায় রাখেবো। ’

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠাবর আহ্বান জানিয়ে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ড. জাফর ইকবাল বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা আমাদের বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, তোমাদের যা কিছু রয়েছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়। এখন তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।  

‘লেখক তার কলম দিয়ে, শিল্পীকে তার কণ্ঠ দিয়ে, শিল্পীকে তার ছবি দিয়ে সুন্দর দেশ গড়ে তুলতে হবে। ’ 

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দেশকে ভালোবাসো। দেশকে ভালোবাসার সোজা উপায় দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শোনা ও অনুভব করার মাধ্যমে।

নাগরিক কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করছেন প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এমসি/এসকেবি/এমএ/এইচএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।