শনিবার (১৯ নভেম্বর) রাতে পাকশী বিভাগীয় রেলওয়ে হাসপাতাল চত্বর থেকে চারটি মেহগনি ও একটি অর্জুন গাছ কেটে নেওয়া হয়েছে। যার দাম আনুমানিক ৫০ হাজার টাকা।
এর আগে প্রায় ৮০ বছরের একটি পুরনো গাছ কাটার ঘটনা ঘটেছিল।
এ ব্যাপারে সাংবাদিকরা পাকশীর বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদারের কাছে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, কারা নিয়ে গেলো, আপনারা কিছু জানতে পেরেছেন?’
এদিকে এ ঘটনা শুনে রোববার (১৯ নভেম্বর) দুপুরে পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান হাবীব উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, বিভাগীয় মেডিকেল অফিসার সুজিত কুমার রায় ও প্রধান সহকারী হারুন-উর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আসাদুল হক বাংলানিউজকে বলেন, বিষয়টি দুঃখজনক। পাকশী বিভাগীয় রেলওয়ে হাসপাতালে তিন জন নৈশপ্রহরী রয়েছেন। রাতের অন্ধকারে দায়িত্বরত যারা রয়েছেন তাদের কাজটি কি ? এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরে কার হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এনটি