প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
ইউএনডিপি রাঙামাটি শাখার ম্যানেজার ঐশ্বর্য চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুনীল কান্তি দে, ইউএনডিপি রাঙামাটি শাখার চিফ জেন্ডার অ্যান্ড কমিউনিটি কোটেশন ঝুমা দেওয়ান, মার্শাল আর্ট শিক্ষক জাসদি চাকমা।
এমপি চিনু বলেন, মার্শাল আর্ট শিখে একদিকে যেমন নিজেকে শত্রু থেকে রক্ষা করা যায় তেমনি নিজের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা, কৃষি এবং নারীবান্ধব সরকার। নারীদের এগিয়ে নিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে।
এমপি চিনু জানান, পনেরো দিনে এ প্রশিক্ষণ পূর্ণাঙ্গ করা সম্ভব নয়, এজন্য এ প্রশিক্ষণের মেয়াদ যাতে আরো বাড়ানো যায় সেজন্য পার্বত্য মন্ত্রণালয়ের কাছ থেকে যাতে সহযোগিতা দেওয়া হয় এ ব্যাপারে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।
আলোচনা শেষে প্রধান অতিথিকে মার্শাল আর্ট এর একটি পোশাক দেন কর্তৃপক্ষ।
রাঙামাটি সরকারি মহিলা কলেজের ৩০ জন ছাত্রী এ প্রশিক্ষণ গ্রহণ করছেন।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
আরএ