ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরণখোলায় আবাসিক হোটেল থেকে বোমা তৈরির সরঞ্জাম জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
শরণখোলায় আবাসিক হোটেল থেকে বোমা তৈরির সরঞ্জাম জব্দ

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় আল-মদিনা (পিংকি) নামে একটি আবাসিক হোটেল থেকে বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের রায়েন্দা বাজারের ওই হোটেলের চারতলার চার নম্বর কক্ষ থেকে বোমা তৈরির গান পাউডার এবং লোহা ও পিতলের স্প্লিন্টার জব্দ করা হয়।

হোটেল ম্যানেজার মো. সাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, চারদিন আগে (১৫ নভেম্বর) দুপুরে মাহতাব উদ্দিন ও আজাদুল নামে দুই ব্যক্তি হোটেলের চারতলার চার নম্বর কক্ষ ভাড়া নিয়ে কিছু মালপত্র রেখে চলে যান।

এরপর তারা আর ফিরে না আসায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তালা ভেঙে এসব মালপত্র দেখতে পায়।

তিনি আরো জানান, কক্ষ ভাড়া নেওয়ার সময় দেওয়া তথ্য অনুযায়ী ওই দু’জন হলেন-বগুড়ার আদমদীঘি উপজেলার পাহালোহা আলীপাড়ার মৃত. মমতাজ উদ্দিনের ছেলে মাহতাব উদ্দিন ও একই এলাকার সাদেক আলীর ছেলে আজাদুল।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আল-মদিনা (পিংকি) আবাসিক হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে একটি কক্ষে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। কারা কেন এখানে এসব রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।