ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় চলছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
খুলনায় চলছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে-ছবি-মানজারুল ইসলাম

খুলনা: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৮ শুরু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে বেলা ৩টা পর্যন্ত। সমিতির ভবনে দু’টি প্যানেলের ভোটের লড়াই চলছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আহমেদ উল্লাহ পিলু। সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট লিয়াকত আলী মোল্লা ও অ্যাডভোকেট রেজাউল করিম।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ উল্লাহ পিলু বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মোট ভোটার সংখ্যা ১ হাজার ২শ’ ৭০ জন। ১৪টি পদের অনুকূলে এবারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের দু’টি প্যানেলে মোট ২৮ জন প্রার্থী রয়েছেন।

 আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে-ছবি-মানজারুল ইসলামআওয়ামী লীগ জোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট কাজী আবু শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আয়ুব আলী শেখ, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সেখ মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট  মো. মনজিলুর রহমান মল্লিক, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আল আমিন উকিল, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আসাদুজ্জামান গাজী মিল্টন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের প্রার্থীরা হলেন-অ্যাডভোকেট মো. আ. মজিদ, অ্যাডভোকেট পলাশী মজুমদার, অ্যাডভোকেট সাহারা ইরানী পিয়া, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট বিধান চন্দ্র ঘোষ, অ্যাডভোকেট মো. নাছির উদ্দিন খান ও অ্যাডভোকেট জাবের।  

বিএনপি জোট সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে অ্যাডভোকেট সেখ নুরুল হাসান রুবা, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সরদার আব্দুল জলিল ও অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান (নান্নু), যুগ্ম-সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম লিটন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট এহতেশামুল হক জুয়েল ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট  শেখ মো. মুনজিল আলী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের প্রার্থীরা হলেন-অ্যাডভোকেট মো. মুনিমুর রহমান নয়ন, অ্যাডভোকেট হাসিনা আক্তার মুন্নি, অ্যাডভোকেট মো. আবু ওবায়দা বিপু, অ্যাডভোকেট মোসাম্মৎ নাজমা আক্তার, অ্যাডভোকেট আছাদ আলী সরদার ও অ্যাডভোকেট আব্দুস সোবহান সরদার।

ভোট দিতে আসা অ্যাডভোকেট মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট শুরুর আগে থেকেই ভোটারদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।  
 
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমআরএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।