ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৩৬ লাখ টাকার সিগারেট জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
শাহজালালে ৩৬ লাখ টাকার সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারফ্রেইট ইউনিট।

রোববার (২৬ নভেম্বর) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার সুমন চাকমা।
 
তিনি বলেন, শনিবার (২৫ নভেম্বর) দুবাই থেকে উইন্টার ফ্যাশন নামে ব্যক্তিগত পণ্যদ্রব্য নামে চালানটি ঘোষণা করা হয়।

ইনভেনট্রি করার সময় চালান খুলে ১ হাজার ১৭৮ কার্টন বিদেশি সিগারেট পায় কাস্টমস।

তিনি জানান, পণ্য চালানটির ইনভয়েসে ব্যক্তিগত দ্রব্যাদি ঘোষণা থাকলেও সিগারেট পাওয়া গেছে। এটি দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ৩২ ধারার লঙ্ঘন। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেটগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসজে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।