ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বিজিবি’র জনসচেতনতামূলক মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
হবিগঞ্জে বিজিবি’র জনসচেতনতামূলক মতবিনিময় বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে মাদক ও চোরাচালান রোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে ধর্মঘর ইউনিয়ন পরিষদ হল রুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল জিল্লুল হক।

৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, মাধবপুর থানার ওসি (তদন্ত) কাউছারুল আলম, সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন মিয়া। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন এবং মাদক ও চোরাচালান রোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।