ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

ঢাকা: রাজধানীর শ্যামপুর ইকোপার্কের পাশে ব্রিজের কাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামপুর ব্রিজের কাছে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন-কারখানা শ্রমিক মিজানুর রহমান (২১) ও শাকিল আহমেদ (২০)।

আহত শাকিল  বাংলানিউজকে জানান, তারা শ্যামপুর লাল মসজিদ এলাকায় থাকেন। শ্যামপুর ১৩ নম্বর রোডের দু'টি পৃথক ড্রাইং কারখানায় চাকরি করেন তারা। তাদের কারখানা বন্ধ ছিলো। মিজান ও শাকিল একসঙ্গে বিকেলে ঘুরতে বের হন। শ্যামপুর ইকোপার্কের পাশে ব্রিজের কাছে এলে হঠাৎ তিন যুবক ধারালো অস্ত্র দিয়ে শাকিলের ওপর হামলা করেন। এতে তার হাত কেটে যায়। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে গেলে মিজান বাধা দেয়। পরে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

আহতরা জানান, হামলাকারি তিন যুবককে দেখে মনে হয়েছে তারা মাদকসক্ত। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দ্যেশে তাদের পথরোধ করেছিলো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।