রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ শওকত আহম্মেদ বাংলানিউজকে জানান, ট্রেনের ধাক্কায় মেসি ট্রাক্টরটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অরক্ষিত রেল গেটে ট্রাক্টরটি গিয়ে হঠাৎ থেমে যায়। পরে চালক ও সহযোগীরা দ্রুত নেমে গেলেও ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, জয়পুরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া রেল লাইনের ছোট বড় প্রায় ২৫টি অরক্ষিত রেল গেট মৃত্যু ফাঁদ হয়ে আছে দীর্ঘ দিন ধরে। গত ১২ বছরে এসব অরক্ষিত রেলগেটে মারা গেছে প্রায় শতাধিক মানুষ। এছাড়া ২০০৬ সালের ১১ জুলাই আক্কেলপুর রেল স্টেশনের উত্তর পার্শ্বের আমুট্ট এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ৩৫ জন বাসযাত্রী মারা গিয়েছিলেন। ২০১০ সালে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি রেলক্রসিংয়ে বালু বোঝাই ট্রাক ও ট্রেনের সংঘর্ষে মারা গিয়েছিলেন ৭ জন। জেলার শাহপুর, কানুপুর, মাতাপুরসহ অরক্ষিত এসব রেল ক্রসিংয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও দেখার যেনো কেউ নেই। এ ব্যপারে স্ট্রেশন মাস্টার মোহাম্মদ শওকত আহম্মেদ আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে রেলগেট নির্মাণের সুপারিশ রয়েছে। কিন্তু রেল বিভাগ অর্থ বরাদ্দ না দেওয়া এবং সড়ক ও জনপথ বিভাগ সিদ্ধান্ত দিতে না পারায় এখনো সম্ভব হচ্ছে না এসব স্থানে রেল গেট নির্মাণ করা।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
টিএ