ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময় সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ভোলায় যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময় সভা মতবিনিময় সভায় বক্তারা। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ভোলা জেলা শাখা।

রোববার (২৬ নভেম্বর) ভোলা রিপোর্টার্স ইউনিটিতে এ সভার আয়োজন করা হয়।

জেলা নাটাবের সভাপতি মু. শওকাত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর হাসপাতালের সাবেক সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. শাহে আলম।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ও জেলা নাটাবের সাধারণ সম্পাদক ডা. আবদুল মালেক।

এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন- ব্র্যাক প্রতিনিধি মো. মোছলেম আলী, হিউম্যান রাইটস ফোরামের জেলা শাখার সভাপতি মোবাশ্বের উল্লাহ।

জেলা নাটাবের সহ সভাপতি মো. আবু তাহেরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- সাবেক ভোলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবদুল জব্বার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. নাছির, ব্যাংকের হাট কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ।

সভায় বক্তরা বলেন, আপনারা সুশীল সমাজের প্রতিনিধিরা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে আছেন। আপনারা চেষ্টা করলে জনসাধারণ সচেতন হবে। যক্ষ্মার মতো রোগ থেকে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।