নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে একটি ভেজাল সার কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামীণ ব্যাংক সংলগ্ন এমএস অ্যাগ্রো ম্যার্কেটিং ভেজাল সার কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি টেয়ে পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা আগেই পালিয়ে যায়। পরে কারাখানা থেকে সার তৈরির মাটি, ইটের গুড়া, বালু, রং এবং বিভিন্ন কোম্পানির নামে ছাপানো সারের প্যাকেট জব্দ করা হয়।
ইউএনও নাজমুন নাহার বাংলানিউজকে জানান, ভেজাল সারের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।