সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শাখার বাসদের সংগঠক মনিষা চক্রবর্তী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক এ এইচ এম ইমন, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, বরিশাল সিটি করপোরেশনের নয় নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত রসুলপুর চর এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। এরা ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হলেও প্রাপ্তির তালিকায় শূন্য।
বক্তারা আরো বলেন, সাত বছর আগে রসুলপুর এলাকায় বাণিজ্যিক মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বিভিন্ন জটিলতায় গত আগস্টে রসুলপুর এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে পাঁচ হাজার মানুষ বর্তমানে অন্ধকারে বসবাস করছে।
তাই দ্রুত এ সমস্যার সমাধাণ করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানানো হয়। দ্রুত এর সমাধান না করা হলে আগামী সাতদিনের মধ্যে বরিশাল সিটি করপোরেশন ঘেরাও আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলেও জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমএস/এএটি