ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩ জেএমবি সদস্যকে ৮ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
৩ জেএমবি সদস্যকে ৮ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

নাটোর: নাটোরে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ২০১৮ সালের ৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা কারাগার থেকে তাদের নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির করা হয়। এসময় বিচারক ৮ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেএমবি সদস্যরা হলেন- শহিদুল ইসলাম, সাইদুর রহমান ও তার ভাই ফজলুর রহমান।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বাংলানিউজকে জানান, ১৪ জানুয়ারি নাটোর সদর উপজেলার চাঁদপুর জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।