এছাড়া ১০১টি মামলা খারিজ করে দেয়া হয়েছে। এসব মামলার মধ্যে জমি-জমা সংক্রান্ত ও আর্থিক লেনদেনের বিষয় ছিল উল্লেখযোগ্য।
বাগেরহাটে ‘গ্রাম আদালত’ প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক সমন্বয় সভায় বক্তারা এসব কথা বলেন।
সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন উল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, ওয়েভ ফাউন্ডেশন জেলা সমন্বয়কারী মো. জহিরউদ্দিন, বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস, কলাতলা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান।
সভায় জেলার ৬টি উপজেলার ৪২ জন ইউপি চেয়ারম্যান, ৬ জন উপজেলা চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ মোট ৭৫ জন অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ