সোমবার (২৭ নভেম্বর) দুপুরে মিল গেটে তারা এ কর্মসূচি পালন করেন।
সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা ফারুকুল ইসলাম, আরোজ ফকির, নূর মহম্মদ প্রমুখ।
এক পর্যায়ে পুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা বিক্ষোভ শেষ করে আলোচনায় বসেন।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, ১৯৯৯ সালের ৩১ মে বিটিএমসির এক আদেশে মাগুরা টেক্সটাইল মিল থেকে ৮০০ শ্রমিককে জোরপূর্বক গোল্ডেন হ্যান্ডসেক-এর মাধ্যমে চাকরিচ্যুত করা হয়। পরে চাকরি ফিরে পাওয়ার জন্য আদালতে মামলা করেন ২৩ পোশাক শ্রমিক। অবশেষে এ বছরের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের চাকরি পুর্নবহালের জন্য মিল কতৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু শ্রমিকরা বাববার যোগদান করতে গেলেও মিলের ব্যবস্থাপক আদালতের আদেশ অমান্য করে তাদের চাকরিতে পুর্নবহাল করছেন না।
মিলের ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, তিনি বিষয়টি বিটিএমসিকে অবিহিত করেছেন। চাকরিতে যোগদান করতে আসা শ্রমিকদের তিনি বিটিএমসিতে যোগাযোগ করতে বলেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ বাংলানিউজকে বলেন, পোশাক শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে তিনি মিলে যান। তিনি মিল কতৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। আলাপ-আলোচনা ও আদালতের নিদের্শনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ