ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাভার সিআরপিতে র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাভার সিআরপিতে র‌্যালি সাভার সিআরপিতে প্রতিবন্ধী দিবসে র‌্যালি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ‘সকল প্রতিবন্ধী  ব্যক্তি সহায়ক টেকসই সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) সাভারে ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (০৩ ডিসেম্বর) সিআরপির আয়োজনে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সিআরপি থেকে বের হয়ে শিমুলতলা মহাসড়ক পর্যন্ত গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সিআরপি'র রেডওয়ে হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের মোট জনসংখ্যার ১০ ভাগ কোনো না কোনো প্রতিবন্ধীতার শিকার এবং বিশ্বের মোট দরিদ্র জনগোষ্ঠির শতকরা ২০ ভাগ প্রতিবন্ধী। প্রতিবন্ধী ব্যক্তিরা বিশ্বের সর্ববৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠি এবং এদের শতকরা প্রায় ৮০ ভাগই বাস করে উন্নয়নশীল দেশগুলোতে। বিশ্বে পাঁচ বছর বয়সের নিচে শিশু মৃত্যুহার কমে যেখানে ২০ ভাগের নিচে নেমে এসেছে, সেখানে প্রতিবন্ধী শিশু মৃত্যুহার ৮০ ভাগের উপরে। এবং অধিকাংশ নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে মাত্র ৫ থেকে ১৫ ভাগ প্রতিবন্ধী ব্যক্তি তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা দানকারী উপকরণ বা প্রযুক্তিগত সহায়তা পেয়ে থাকেন।

সিআরপির নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিআরপি'-বিএইচপিআই’র ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. নাসিরুল ইসলাম, হেড অফ মেডিকেল অফিসার ডা. সাঈদ উদ্দিন হেলাল, অপারেশনস ম্যানেজার মো. মোরশেদুল কাদির।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।