ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিক উল্যা (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর একজন।

রোববার (০৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গ্লোব বাজার সড়কে এ দ‍ুর্ঘটনা ঘটে।

নিহত রফিক উপজেলার হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গ্লোব বাজার সড়কে দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে রফিকসহ দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার রফিকের মৃত্যু হয়। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।