ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭ ডিসেম্বর শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন ২ নারী পাইলট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
৭ ডিসেম্বর শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন ২ নারী পাইলট ফ্লাইট লে. নাইমা হক এবং ফ্লাইট লে. তামানা-ই-লুৎফী

ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীর দুই নারী কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাইলট হিসেবে নিয়োগ পেয়েছেন। কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ৭ ডিসেম্বর ঢাকা ছাড়বেন তারা।

এরা হলেন ফ্লাইট লেফটেন্যাট নাইমা হক এবং ফ্লাইট লেফটেন্যাট তামানা-ই-লুৎফী।

অপারেশনাল পাইলট হিসেবে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বাংলাদশ বিমান বাহিনী তথা দেশের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

এ ঘটনা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও একটি মাইল ফলক।

প্রতিক্ষিত চ্যালঞ্জিং পেশায় নারী নেতৃত্ব উৎসাহ ও প্রেরণা দেওয়ার লক্ষ্যে সোমবার (০৪ ডিসেম্বর) বিমান বাহিনী ঘাঁটি বাশার, ৩১ স্কোয়াড্রন ঢাকা সেনানিবাসে তাদের গণমাধ্যমের সামনে আনা হয়।

এসময় তারা এককভাবে একটি হেলিকপ্টার উড্ডয়ন করেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।