ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ১৭ হাজার ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বাগেরহাটে ১৭ হাজার ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক

বাগেরহাট: বাগেরহাটে অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৭ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (০৪ ডিসেম্বর) সকাল ৬টায় মোরেলগঞ্জ ও রোববার রাতে মোংলা থেকে তাদের আটক করা হয়।

আটক বিক্রেতারা হলেন-জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর সোনাখালি গ্রামের মো. জব্বার শেখের ছেলে শামিম শেখ (৩৭), ফেনী জেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে মহিউদ্দিন হাজারী (২২) ও মোংলা উপজেলার দিগরাজ বাজার এলাকার দিলিপ মজুমদারের ছেলে সাগর মজুমদার (২২)।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, শামিম শেখ নামে এক মাদক বিক্রেতা চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে এসেছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সোমবার সকাল ৬টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৭ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করে।

শামিম শেখ চট্টগ্রাম থেকে এর আগেও কয়েকবার ইয়াবার চালান নিয়ে এসে জেলাসহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করেছে।
 
এর আগে রোববার রাতে মোংলার দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে মুদিদোকানি সাগর মজুমদারকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সাগর দোকান ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

আটক বিক্রেতাদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত বাকীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।