ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে হানাদার মুক্ত দিবস পালন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
লক্ষ্মীপুরে হানাদার মুক্ত দিবস পালন  গণকবরে পুষ্পস্তবক অর্পণ-ছবি-বাংলানিউজ

লক্ষ্মীপুর: গণকবরে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। 

সোমবার (৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এর আগে শহরের বাগবাড়িস্থ এলাকায় গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার কাজল কান্তি দাসসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। এসময় শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

স্বাধীনতা যুদ্ধের পুরো সময়জুড়ে লক্ষ্মীপুর জেলা ছিল পাক-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের হত্যা, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনায় ক্ষত-বিক্ষত। ৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে এ জেলায় পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে। জেলাবাসী মুক্তি পায় পাক-বাহিনী ও তাদের দোসর রাজাকার-আল বদরদের হত্যা, লুট, আর নির্যাতনের হাত থেকে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।