ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ দফা দাবিতে বরিশাল আইএইচটি শিক্ষার্থীদের সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
১০ দফা দাবিতে বরিশাল আইএইচটি শিক্ষার্থীদের সমাবেশ শিক্ষার্থীদের সমাবেশ-ছবি-বাংলানিউজ

বরিশাল: মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ গ্রেড প্রদান, নতুন পদ সৃষ্টি ও বন্ধ নিয়োগ চালুসহ ১০ দফা দাবিতে বরিশালে মিছিল ও সমাবেশ করেছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ আইএইচটি ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

আইএইচটি’র শিক্ষার্থী গোলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন-জেলা বাসদ-এর সংগঠক মণিষা চক্রবর্তী, আইএইচটি কলেজের শিক্ষার্থী শাহাদাৎ হোসেন, শরীফ, তানভীর, নাসিম প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, ২০১৪ সালের ৩ ডিসেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলায় গুরুতর আহত হন ৫ শিক্ষার্থী। এ ঘটনার পরে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো দাবি পূরণ হয়নি। শিক্ষার্থীরা এসময় ১০ দফা বাস্তবায়নের দাবি জানান।

দাবি পূরণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
 
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এমএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।