ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে পাচার ১৩ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ভারতে পাচার ১৩ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর বেনাপোলে হস্তান্তর বাংলাদেশিরা

বেনাপোল (যশোর): কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি নারী-পুরুষ তিন বছর কারাভোগ শেষে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (০৪ডিসেম্বর) বিকাল ৫টায় ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে পোর্টথানা পুলিশ তাদেরকে গ্রহন করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার শফিউদ্দিন ব্যাপারীর ছেলে আলামিন ব্যাপারী (৩৪),সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হামিদ সরদারের ছেলে হান্নান সরদার (৩১), নিহার আলী গাজীর ছেলে আব্দুল হাই (৩০), মাদারীপুর সদর এলাকার মিন্টু খানের ছেলে মনির খান (৩২) ও কাউজপুর উপজেলার আলী হোসেন মোড়লের ছেলে রাকিব হোসেন মোড়ল (৪৫), নারায়ণগঞ্জ বন্দর এলাকার আলী হোসেন মোড়লের ছেলে আকিব (৩৬), ফরিদপুরের সদরপুর এলাকার মনা ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০), যশোরের শার্শা উপজেলার শাহাদত সরদারের মেয়ে আঞ্জু (৪০), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আব্দুল রউফের ছেলে হাবিবুর রহমান (৩৮), আলী হোসেন মোড়লের ছেলে রাকিব হোসেন মোড়ল (৩৫),  আব্দুল  কাহারের ছেলে একরাম হোসেন(৩২), মুন্সিগঞ্জের খালেক মোল্লার ছেলে মামুন মোল্লা (৩৪), এয়াকুব ইউছুফের ছেলে ইব্রাহিম শওকত (৩৭) ও চট্টগামের জোরাজারি উপজেলার মিন্টু বড়ুয়ার ছেলে সৌমিত বড়ুয়া (৩৬)।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ওমর শরীফ বাংলানিউজকে জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পড়ে সীমান্ত পথে ভারতের যায় তারা। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের বাংলাদেশে ফেরত দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, দ২০১৭
এজেডএউচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।