ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাক্স পেটরায় বন্দি হয়েই ঢাকায় এলো ‘সৌদি নাগরিক’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
বাক্স পেটরায় বন্দি হয়েই ঢাকায় এলো ‘সৌদি নাগরিক’ রোবট নারী সোফিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সৌদি নাগরিক’ ঢাকায় এলেন বাক্স পেটরায় বন্দি হয়ে! তবে এই ভিনদেশি নাগরিককে অতিক্রম করতে হয়নি ইমিগ্রেশন চ্যানেল। দেখাতে হয়নি পাসপোর্ট-ভিসাও!

তবে তার আগমন নিয়ে মধ্যরাতেও কৌতূহলের সীমা ছিলো না ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

 সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া রোবট নারী ‘সোফিয়া’ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) প্রথম প্রহরে ছুঁয়েছে ঢাকার মাটি।

থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (নম্বর-টিজি ৩৩৯) করে রাত ১২টা ৩৯ মিনিটে ঢাকায় আসে সোফিয়া।

কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করে বাক্সবন্দি হয়েই সোফিয়া বিমানবন্দর থেকে পা বাড়ায় রাজধানীর পথে।

বুধবার (০৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তথ্যপ্রযুক্তির বড় প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’। যা ৯ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত চলবে।  

এবারের এ তথ্যপ্রযুক্তির মহাযজ্ঞে অংশগ্রহণ করবে সৌদি আরবের নাগরিক রোবট সোফিয়া। এর সঙ্গে একদিনের সফরে ঢাকায় আসছেন এর নির্মাতা ডেভিড হ্যানসন।  

এদিকে সোফিয়াকে স্বাগত জানাতে তোড়জোড় ছিলো বিমারবন্দরে। হাজার হলেও সৌদি নাগরিক বলে কথা!  

রাতের পালায় দায়িত্বরত বিমানবন্দরের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, সৌদি আরবের এ নাগরিকের দেহের বিভিন্ন অংশ খুলে খণ্ড-খণ্ডভাবে দেশে আনা হয়েছে।  

ঢাকাতেই সংযোজন করে পূর্ণাঙ্গ রোবটিক রূপ দিয়ে সোফিয়াকে উপস্থাপন করা হবে ওই ডিজিটাল ওয়ার্ল্ডে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বুধবার সকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে সোফিয়া। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কথাও বলবে সে।  

বাক্সবন্দি করে ঢাকায় আনা হয় রোবট নারী সোফিয়াকে।  ছবি: বাংলানিউজমেলা উদ্বোধনের পর একটি অনুষ্ঠানেও অংশ নেবে রোবট নারী সোফিয়া। এ সময় ইংরেজিতে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবে সে।  

মানুষের মতো দেখতে রোবট সোফিয়াকে তৈরি করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স। রোবটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সে মানুষের ব্যবহারের সঙ্গে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সঙ্গে কাজ করতে পারে।  

২০১৫ সালের ১৯ এপ্রিল সোফিয়াকে ‘অ্যাক্টিভেট’ করা হয়। ১১ অক্টোবর তাকে প্রকাশ্যে আনা হয়। সাংবাদিক ছাড়াও তরুণ অ্যাপ ডেভেলপার, গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার ও উদ্ভাবকদের সঙ্গে কথা বলবে সোফিয়া।

মানুষের ভাবভঙ্গি বুঝতে ও হাসি-কান্না, রাগ-অভিমানসহ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে সোফিয়া। কেউ তার সঙ্গে কথা বললে তাদের বোঝার চেষ্টা করে সে। সামনে মানুষ না থাকলে নিজে নিজে মুভি চালিয়ে দেখে। ভাবতে পারে জগৎ, সংসার, সংস্কৃতি ও দর্শন নিয়েও।

রোবট সোফিয়া সম্প্রতি মধ্যপ্রাচ্যেরর একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছে, ‘পরিবার সত্যিই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ’ 

সোফিয়ার মতে, তার যদি একটি কন্যা রোবট থাকে, তাহলে নিজ থেকেই কন্যার নাম রাখবে। সে বিশ্বাস করে, রোবটদের একটি পরিবার থাকা উচিত।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।