ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে বাস উল্টে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
কালীগঞ্জে বাস উল্টে আহত ১০ উল্টে যাওয়া বাস

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বলিদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী কেজিএন পরিবহনের যাত্রীবাহী একটি বাস (চুয়াডাঙ্গা-জ-০৪-০০০১) কালীগঞ্জ-যশোর মহাসড়কের বলিদাপাড়া এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা আরো জানান, কালীগঞ্জ-যশোর মহাসড়কের বলিদাপাড়া নামক স্থানে রাস্তার পিচ খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মূলত এ গর্তের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।