ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাজিপুরে গাছের নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
কাজিপুরে গাছের নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে গাছের নিচে চাপা পড়ে রুস্তম আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপরে বগুড়ার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুস্তম আলী কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোখলেসুর রহমান নান্নু বাংলানিউজকে জানান, সকালে চর ভানুডাঙ্গা গ্রামে নিজের জমির পাশে গাছ কাটছিলেন রুস্তম আলী। এসময় ওই গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে অ্যাম্বুলেন্সে তোলার সময়ই তার মৃত্যু হয়।

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।