ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
বরগুনায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি সাইকেল র‌্যালি

বরগুনা: যে মুখে ডাকি মা, সে মুখে মাদদকে বলি না-এ স্লোগানকে সামনে রেখে বরগুনায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি মাদকবিরোধী সাইকেল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি বরগুনা পুলিশ লাইনে মতবিনিময় সভায় মিলিত হয়।

পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

শুরুতে পুলিশ সুপারের শুভেচ্ছা বক্তব্য শেষে বরগুনা জেলার ৮২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী বরগুনা পুলিশ প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

বরগুনার পুলিশ সুপারের আয়োজনে মাদক বিরোধী সাইকেল র‌্যালি, মাদকসেবীদের আত্মসমর্পণ, মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।