ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গলাচিপা ইউএনও কার্যালয়ে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
গলাচিপা ইউএনও কার্যালয়ে চুরি

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাথমিক শিক্ষা অফিসারের অফিস সহকারীর কক্ষে চুরির ঘটনা ঘটেছে।

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাথমিক শিক্ষা অফিসারের অফিস সহকারীর কক্ষে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে অফিস শুরুর সময়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও সোমাবার (৪ ডিসেম্বর) রাতের যেকোনো সময়ে এ চুরি সংগঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশে একটি কক্ষে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী এএমএম ফারুকুজ্জামান অফিস কার্য পরিচালনা করে আসছেন। সোমবার সকালে তিনি অফিসে এসে কক্ষটির তালা ভাঙা দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় কক্ষের ভেতরে আলমিরাতে রাখা অডিটরিয়াম ও বাসা ভাড়া বাবদ বেশকিছু টাকা খোয়া গেছে বলে জানা যায়।

টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও কোনো মূল্যবান ফাইল নষ্ট বা চুরি হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি অফিস সহকারী এএমএম ফারুকুজ্জামান।

অপরদিকে একইভাবে ভবনটির দ্বিতীয় তলায় পশ্চিম পাশে প্রাথমিক শিক্ষা অফিসারের অফিস সহকারী নিধির রঞ্জন দাসের কক্ষ ভেঙে আলমারিতে রাখা প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন হিসাবের ২২ হাজার টাকা চোরচক্র নিয়ে যায়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌছিফ আহমেদ বাংলানিউজকে বলেন, এ ঘটনার তদন্ত চলছে। অফিসের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র চুরি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭ 
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।