ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ‘বিপিএল জুয়া’ নিয়ে সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
হবিগঞ্জে ‘বিপিএল জুয়া’ নিয়ে সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথানে বিপিএল জুয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বিপিএল খেলা চলাকালীন ওই গ্রামের সুমন মিয়া ও একই গ্রামের লিটন মিয়া বাজি ধরে। বাজির টাকা ভাগাভাগির জেরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন মিয়াসহ ১৫ জন আহত হন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বাংলানিউজকে জানান, বিপিএলের ক্রিকেট খেলায় জুয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।