ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাফনের এক বছর পর ছাত্রলীগ নেতার মরদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
দাফনের এক বছর পর ছাত্রলীগ নেতার মরদেহ উত্তোলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদালতের নির্দেশে দাফনের প্রায় এক বছর পর ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হাসানের মরদেহ উত্তোলন করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া পশ্চিমপাড়া কবরস্থান থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক সুফিয়ানের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। ইমতিয়াজ উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের রজব আলীর ছেলে।

তিনি সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক সুফিয়ান বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য ইমতিয়াজের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বাংলানিউজকে বলেন, ২০১৬ সালের ২৯ নভেম্বর ইমতিয়াজ ও তার বন্ধু রুবেল মোটরসাইকেলে করে বালসাবাড়ী বাজার থেকে উল্লাপাড়া সদরে আসছিলেন। এসময় তারা বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার আরএস এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমতিয়াজ মারা যান। পরে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। দাফনের প্রায় ১০ মাস পর ৮ অক্টোবর ইমতিয়াজের বাবা রজব আলী ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে তিনি নিজে বাদী হয়ে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- উল্লাপাড়া স্টেশন এলাকার দুই সহোদর রুবেল ও রাসেল এবং উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের একরামুল ও মনি।

এ মামলার পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।