ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে আগুনে পুড়লো ৬ দোকান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বাগেরহাটে আগুনে পুড়লো ৬ দোকান

বাগেরহাট: বাগেরহাটের মোরেলঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া ছয়টি দোকান হলো-আব্দুর রাজ্জাকের লেপ-তোষকের দোকান, সোহেলের ওষুধের দোকান, ডা. শাওনের হোমিও চেম্বার, জসিমের বাইসাইকেল পার্টসের দোকান, মতিউর রহমানের বইয়ের দোকান ও শাহাবুদ্দিনের কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বাংলানিউজকে জানান, একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে ওই ছয়টি দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।